Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এলজিএসপি

৭নং দেওপাড়া ইউনিয়ন পরিষদ

উপজেলাঃ গোদাগাড়ী, জেলাঃ রাজশাহী।

অধিবেশন অনুলিপি

উপস্থিত সদস্যগনের নাম

            অধিবেশন নং ০১

            স্থানঃ ইউ, পি কার্যালয়

            তারিখঃ  ২৪/০১/২০১৩ইং

            বারঃ বৃহস্পতি বার

            সময়ঃ সকাল ১০.০০ ঘটিকা

 

১) মোঃ আখতারুজ্জামান                   (চেয়ারম্যান)         স্বাক্ষরিত

২) মোসাঃ কাজল রেখা                     (মহিলা সদস্য)           ’’

৩) শ্রীমতি কিরন বালা                          ’’                     ’’

৪) মোসাঃ মাজিয়াতুন নাহার                   ’’                     ’’

৫) মোঃ এমাজ উদ্দীন                      (সদস্য)                   ’’

৬) মোঃ মামুন অর রশিদ                       ’’                      ’’

৭) মোঃ সৈয়ব আলী                             ’’                      ’’

৮) মোঃ আব্দুস সাদেক                          ’’                      ’’

৯) দুখু সরেন                                      ’’                      ’’

১০) প্রদিপ এক্কা                                   ’’                      ’’

১১) মোঃ বাদল হোসেন                          ’’                       ’’   

১২) মোঃ আল-আমিন                           ’’                      ’’

১৩) মোঃ শামসুল আলম                        ’’                      ’’

           

অদ্যকার সভার কাজ ইউ,পি চেয়ারম্যান জনাব মোঃ আখতারুজ্জামান সাহেবের সভাপতিত্বে আরাম্ভ করা হইল।

১. ০০:- গত সভার যাবতীয় বিষয় অদ্যকার সভায় পঠিত ও অনুমোদিত হইল।

২. ০০:- ২০১২-২০১৩অর্থ বছরের এল জি এস পি-২ এর প্রকল্প গ্রহণ প্রসঙ্গে।

            অদ্যকার সভায় চেয়ারম্যান সাহেব জানান যে, এল জি এস পি-২ এর প্রকল্প প্রস্তাব প্রেরণ করার জন্য সরকারী ভাবে নির্দেশনা রয়েছে। চেয়ারম্যান সাহেব আরো জানান যে, চলতি ২০১২-২০১৩ অর্থ বছরের জন্য এল জি এস পি-২ এর আওতায় অত্র দেওপাড়া ইউনিয়নের জন্য ১৬,২৯,৯৬৭/- (ষোল লক্ষ উনত্রিশ হাজার নয়শত সাতষট্টি) টাকা বরাদ্দ রয়েছে। এক্ষুনে উক্ত অর্থের বিপরীতে প্রকল্প গ্রহণ করা আবশ্যক। সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনান্তে সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত প্রকল্প সমূহ গ্রহণ করা হলো। গৃহিত প্রকল্পের তালিকা জরুরী ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোদাগাড়ী, বরাবর দাখিল করার জন্য অত্র সভা চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করেন।

 

প্রকল্প সমূহঃ

1)      দেওপাড়া ইউনিয়নের বাংলাকান্দর শিমুলতলা দাঁড়া রাস্তায় আবুতালেবের জমির নিকট কালভার্ট নির্মাণ। বরাদ্দ = ২,০০,০০০/-

2)      দেওপাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু নিচু বেঞ্চ সরবরাহ। বরাদ্দ = ২,০০,০০০/-

3)     দেওপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে পানি নিস্কাশনের জন্য ১র্  ডায়া বিশিষ্ট রিং পাইপ সরবরাহ ও স্থাপন। বরাদ্দ = ২,০০,০০০/-

4)      দেওপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানের জন্য ল্যাট্রিনের পার্ট ও স্লাপ নির্মাণ সরবরাহ ও স্থাপন। বরাদ্দ = ১,০০,০০০/-

5)      দেওপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে নলকূপ স্থাপন। বরাদ্দ = ১,৯৭,৫০০/-

6)     দেওপাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিলিং ফ্যান সরবরাহ। বরাদ্দ = ১,০০,০০০/-

7)      দেওপাড়া ইউনিয়নের বিভিন্ন রাস্তায় বৃক্ষরোপন। বরাদ্দ = ১,৩২,৪৬৭/-

8)      দেওপাড়া ইউনিয়নের হতদরিদ্রদের আয়বর্ধক মূলক কাজের জন্য ভ্যান সরবরাহ। বরাদ্দ = ২,০০,০০০/-

9)      দেওপাড়া ইউনিয়নের হতদরিদ্র নারীদের আয় বর্ধক মূলক কাজের জন্য সেলাই মেশিন সরবরাহ। বরাদ্দ = ২,০০,০০০/-

 

            সভায় অন্য কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব সকলকে ধন্যবাদ দিয়ে সভার কাজ সমাপ্ত করেন।

 

 

 

 

 

স্বা-